How many types of sentences and what. Each type of description and example
1. Assertive
sentence ( বিবৃতিমূলক )
The boys play ( বালকগুলি খেলা করে )
. She goes to school সে ( বালিকা ) স্কুলে যায় । [discernment]
উপরের Sentence দু’টি দ্বারা কাজের বিবৃতি প্রকাশ পায়।
Assertive sentence বিবৃতি প্রদান করে। তাই
উপরের sentence দুটি Assertive sentence.
সংঙ্গা:
যে Sentence দ্বারা কোন বিবৃতি প্রকাশ পায় তকে Assertive sentence বলে। [ common sense]
The sentence which
gives statement is called an Assertive sentence.
2. Interrogative
sentence (প্রশ্নবোধক বাক্য )
Does he eat rice ? সে কি ভাত খায় ?
Will they go ? তার কি যাবে ?
মূলত : Interrogative sentence এ কোন
কিছু সম্পর্কে জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয়। তেমনি উপরের sentence গুলো দ্বারা ব্যাক্তি বা বস্তু সম্পর্কে
জানার জন্য প্রশ্ন করা হচ্ছে। তাই উপরের sentence
গুলি Interrogative sentence.
সংঙ্গা: যে
sentence দ্বারা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোন কিছু জানার জন্য প্রশ্ন করা হয়
তাকে Interrogative sentence বলে।
3. Imperative
sentence ( আদেশ, অনুরোধ, উপদেশ সূচক বাক্য ):
Get out বেরিয়ে যাও - ( Order আদেশ )
Please, help me- দয়া করে আমাকে সাহায্য
করুন ( Request অনুরোধ )
Always speake the truth- সদাসত্য কথা
বলবে ( Adivce উপদেশ )
Imperative sentence দ্বারা আদেশ, উপদেশ,
অনুরোধ প্রস্তাব, ক্ষমা, ভিক্ষা চাওয়া, নিষেধ ইত্যাদি বুঝায়। তদ্রুপ উপরের
sentence তিনটি দ্বারা আদেশ, অনুরোধ ও উপদেশ বুঝায়। তাই তারা Imperative sentence.
সংঙ্গা:যে
Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব নিষেধ ইত্যাদি বুঝায় তাকে Imperative sentence বলে।
Note:
(i) Imperative sentence
এ second person- এ subject you উহ্য থাকে।
( You ) Read the book.
( You ) Do the work
(ii) First এবং Third person
Imperative sentence let দ্বারা শুরু হয়। যেমন : Let him go তাকে যেতে দাও ,Let us do the
work চল আমরা কাজটি করি।
(iii) অনুরোধ বুঝালে Imperative sentence এর শুরুতে বা শেষে Please বা
Kindly বসে।
Close the door, please
( দয়া করে দরজাটা বন্ধ করুন )
Kindly help me ( দয়া করে
আমাকে সাহায্য করুন )
4. Optative
Sentence ( ইচ্ছা বা আর্শিবাদ সূচক বাক্য )
May you be happy ( তুমি সুখী হও )
Long live Bangladesh ( বাংলাদেশ দীর্ঘজীবি
হোক )
Optative Sentence দ্বারা ইচ্ছা, প্রার্থনা
ও আর্শিবাদ প্রকাশ পায়। এখানেও উপরের Sentence দু’টি দ্বারা বক্তার ইচ্ছা, প্রার্থনা
ও আর্শিবাদ প্রকাশ পেয়েছে। তাই তারা Optative Sentence.
সংঙ্গা:যে
Sentence দ্বারা বক্তার মনের ইচ্ছা প্রার্থনা
ও আর্শিবাদ প্রকাশ পায় তাকে Optative Sentence বলে।
The sentence that
experesses a prayer or wish of the speaker is called an Optative Sentence.
5. Exclamatory
sentence ( বিস্ময়/আবেগসূচক বাক্য ):
How nice the bird is ! ( পাখিটি কি সুন্দর
)
Alas! I am undone ( হায় ! আমার সর্বনাশ
হয়েছে )
Exclamatory sentence দ্বারা বিস্ময়,
আবেগ, আনন্দ, দুঃখ.
ইত্যাদি প্রকাশ পায়। একই ভাবে উপরের sentence দুটি দ্বারা কক্তার
মনের আনন্দ ও দুঃখ প্রকাশ পয়। তাই
sentence দু’টি
Exclamatory Sentence.
সংঙ্গা: যে
Sentence দ্বারা বক্তার মনের আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে Exclamatory sentence বলে।
The sentence which
expresses joys, sorrows and sudden emotion of the mind is called an Exclamatory
sentence.
Note:
(i) Exclamatory sentence What/How/Hurrah/Alas দ্বারা
শুরু হয়।
(ii) What/How দ্বারা sentence শুরু হলে sentence এর শেষে Nice of Exclamation (!) ( বিস্ময়
) চিহ্ন বসে। আর Hurrah/ Alas দ্বারা sentence শুরু হলে Hurrah/ Alas এর পরে Note of Exclamation (! )( বিস্ময় চিহ্ন ) বাসে।
- Affirmative sentence ( হাঁ বোধক বাক্য )
- Negative sentence ( না বোধক বাক্য )
যে sentence দ্বারা হাঁবোধক অর্থ প্রকাশ পায় তাকে Affirmative sentence বলে । যেমন :
He
is reading. They are playing
যে sentence দ্বারা নাবোধক অর্থ প্রকাশ পায় তাকে Negative
sentence বলে। যেমনঃ
He is not reading. They are not
playing
EXERCISE
1.
Sentence কাকে বলে ? উদাহরণ দিয়ে বুঝিয়ে
দাও।
2.
Sentence কত প্রকার ও কি কি ? প্রত্যেকটির
সংঙ্গাসহ উদাহরণ দাও।
3. নীচের কোন গুলো Sentence এবং কোনগুলো Sentence নয়।
3. নীচের কোন গুলো Sentence এবং কোনগুলো Sentence নয়।
(a) Sadik
mango eats
(b) I
can read
(c) Tall
the tree is
(d) Mohammed
boy good is a.
(e) Rani
sings well.
(f) You
a boy are.
(g) This
a school is
(h) He
home go will
(i) The baby sleeps
(j) Mina
is in class iv.
(k) The
blue sky is.
(l) Rises
the sun
(m)They
run in the field.
(n) The
books on are the table
(o) She
is very fine
(p) Man
the happy is
(q) The
cow has four legs.
(r) He
has a toy.
4. নিচের
শব্দগুলো সাজিয়ে একটি Sentence এ পরিণত কর।
(a) Anik
in is IV Class
(b) Is
book there a
(c) A
have we garden.
(d) Country
Bangladesh is our
(e) Zaman
my is brother
(f) Helal
at is home
(g) Is
rich he
(h) Drinks
cat milk the
(i) Teacher
a father is his
(j) Sky
the is blue
(k) An
have I umbrella
(l) Runs
boy the
(m)A
see I bird
(n) Under
the is the cat table.
(o) A
doll has girl the
(p) To
will go they school
(q) Writes
a he letter
(r) Doctor
is he a
(s) Is
farmer Mr.Ali a
(t) In
fly sky birds the
0 Comments