LESSON -1
Where are
you going, Muna ?
I am going to school, Sumon.
উপরের Sentence দুটির মাধ্যমে মুনা ও সুমন একে অপরের সাথে মনের ভাব প্রকাশ করে। এভাবে মানুষ তার দৈনন্দিন জীবণে নিজের প্রয়োজনে একে অপরের সাথে মনের ভাব বিভিন্ন প্রকার
Sound বা ধ্বনির মাধ্যমে প্রকাশ করে থাকে। মনের ভাব প্রকাশকারী এ সমস্ত Sound বা ধ্বনিই
Language বা ভাষা।
What is a Language?
ভাষা কাকে বলে?
সংঙ্গ:
The sound which is used to express a
sense is called a Language.
মনের ভাব প্রকাশকরার জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বণি উচ্চারণ করে বা লিখে তাকে
ইংরেজীতে
Language বা ভাষা বলে।
যেমন:
I am a boy. ( আমি একজন বালক )
He is a student.( সেএকজন ছাত্র )
Mina is a girl.( মিনাএকজন মেয়ে )
পৃথিবীর বিভিন্ন দেশ
ও জাতির লোকে বিভিন্ন ভাষায় কথা বলে থাকে।
আমরা বংলাদেশী, আমাদের ভাষা Bangla । তদ্রুপ ইংরেজদের ভাষা English, চীনাদের ভাষা
Chinese, ফরাসীদের ভাষা French, আরবীদের ভাষা Arabic, জাপানীদের ভাষা Japanese,
রুশদের ভাষা Russian. তবে একই দেশে একাধিক ভাষাও ব্যাবহৃত হতে পারে। যেমন-
ভারতে Hindi (হিন্দি),
Punjabi (পাঞ্জানী), Tamil (তামিল), Bangla (বাংলা), Urdu ( উর্দু ) ইত্যাদি ভাষা প্রচলিত আছে। আবার একই ভাষার একাধিক দেশে চালুথাকতে পারে। যেমন-
English ও Frenchবর্তমানে প্রথিবীতে প্রায় আড়াই হাজারের
ও বেশী ভাষার প্রচলন আছে। সবদেশে ইংরেজী ভাষার প্রচলন আছে।
EXERCISE
1. a.
What is a Language ?( ভাষা কি
? )
b. What is the name of your
language? ( তোমার ভাষার নাম কি?
)
c. How many languages are in use in
the world ?( পৃথিবীতে কতটি ভাষার প্রচলন আছে
? )
1 Comments
Good
ReplyDelete