LESSON -2

GRAMMAR

Girl is Mina

Mina is a girl

উপরের ১ম Sentenceটি লক্ষ্য কর উক্ত Sentence টি কয়েকটি শব্দ নিয়ে গঠিত হলেও তা মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারেনা কারণ সেখানে শব্দগুলি এলোমেলো ভাবে বসানো হয়েছে
কিন্তু ২য় Sentence টি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে কারণ তা সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো হয়েছে। 

পৃথিবীর সমস্ত বস্তুর ন্যায় ভাষাও সঠিক ভাবে প্রকাশ করতে হলে ভাষাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর ভাবে অন্যের নিকট বলতে বা লিখতে হয় সুতরাং সঠিক ভাবে কথা বলতে, পড়তে লিখতে কিছু নিয়ম কানুনের প্রয়োজন হয় Grammar বা ব্যাকরণে এসব নিয়ম কানুন রীতি নীতি থাকে
Grammar পড়লে এগুলো সহজে জানা যায় 
তাই Grammar বলতে আমরা যা বুঝি তা হলো ভাষার শুদ্ধ ব্যবহার

সংঙ্গা:

( The book which contains the correct methods of 

learning language is called Grammar )

যে পুস্তকে ভাষা শুদ্ধরুপে বলার পড়ার লিখার নিয়ম 
কানুন লেখা থাকে তাকে Grammar বা ব্যাকরণ বলে

পৃথিবীর প্রত্যেক দেশে এক বা একাধিক ভাষা প্রচলিত আছে প্রত্যেক ভাষাকে শুদ্ধরুপে শেখার জন্য Grammar বা ব্যাকরণ আছে  বাংলাভাষা শুদ্ধরুপে শেখার জন্য আছে বাংলাব্যাকরণ, ফরাসী ভাষা শেখার জন্যআছে ফরাসী ব্যাকরণ তেমনি ইংরেজী ভাষা শেখার জন্য আছে ইংরেজী Grammar বা ইংরেজী ব্যাকরণ

  • ইংরেজী Grammar বা ইংরেজী ব্যাকরণ কাকে বলে ?
  • What is English Grammar ?


সংঙ্গা:

The book which contains the correct methods of learning

the English language is called English Grammar.

যে পুস্তকে ইরেজীভাষা শুদ্ধরুপে বলার, পড়ার লিখার নিয়ম কানুন লেখাথাকে তাকে ইংরেজী Grammar বা ইংরেজী ব্যাকরণ বলে

ইংরেজীGrammarএরপাঁচটিঅংশআছে

  1. Orthography ( অর্থগ্রাফী বর্ণ প্রকরণ
  2. Etymology (ইটিমোলোজীপদ প্রকরণ
  3. Syntax (সিনটেক্সপদবিন্যাস প্রকরণ
  4. Punctuation (পাংচুয়েশনবিরাম চিহ্ন
  5. Prosody ( প্রসডি ) ছন্দ প্রকরণ


EXERCISE
  1. Grammar কাকে বলে ?
  2. What is Grammar?
  3. ইংরেজী Grammar কাকে বলে ?
  4. What is English Grammar ?