LESSON-6

THE SENTENCE ( বাক্য )


Sentence  নয়




Sentence
Belal boy a is
Belal is a boy
I playing am.
I am playing


Sentence এর কাজই হলো মনের ভাব সম্পূর্ণ ভাবে প্রকাশ করা। উপরের বাম দিকের এবং ডান দিকের শব্দগুলির দিকে লক্ষ্য করলে কিছু পার্থক্য দেখা যায়। বামদিকের শব্দগুলো কোন অর্থ প্রকাশ করে না।

তাই তারা ‍ Sentence নয়। অপরদিকে একই শব্দ দ্বারা গঠিত ডান দিকের শব্দগুলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে । তাই ডান দিকের শব্দ সমষ্টি  Sentence.

সংঙ্গা: একাধিক Word একত্রে পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলে তাকে Sentence বলে।

A group of words that gives a complete sense is called a sentence

Not:

Sentence এর প্রথমে শব্দের প্রথম অক্ষর  Capital letter দ্বার শুরু হয়।
Ruble is a student
She reads a book
বাক্য দুটির প্রথম শব্দ যথাক্রমে Rubel ও She এর প্রথম Letter Capital
প্রকাশভঙ্গি অনুযায়ী Sentence এর শেষে ছেদ চিহ্ন বসে।
They play.
Are you reading a book?
How fine the pen is!
এখানে তিনটি বাক্য তিন ধরনের অর্থ প্রকাশ করে বলে প্রতিটি  Sentence এর শেষে এক এক রকম ছেদ চিহ্ন বসেছে।


Sentence এর প্রকার ভেদ। অর্থ ভেদে Sentence পাঁচ প্রকার যথা :-

     1.    Assertive sentence ( বিবৃতিমূলক বাক্য )

     2.    Interrogative sentence ( প্রশ্নবোধক বাক্য )

     3.    Imperative sentence ( অনুগত সূচক বাক্য )
  
     4.    Optative sentence ( ইচ্ছা / আর্শিরবাদমূলক বাক্য )

     5.    Exclamatory sentence ( বিস্ময় / আবেগসূচক বাক্য )