Learn more about vowel letters and consonant letters. Take where vowel letters and where consonant letters are used.




LESSON -4

VOWEL AND CONSONANT



ইংরেজী Alphabet ( বর্ণমালা ) দুভাগে বিভক্ত যথা:

1.      Vowel ( স্বরবর্ণ )
2.      Consonant ( ব্যঞ্জানবর্ণ )

Vowel ( স্বরবর্ণ ):

যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে Vowel ( স্বরবর্ণ) বলে

( The letters which are pronounced without the help of other letters are called vowels )

ইংরেজীতে Vowel পাঁচটি যথা: a, e, i, o, u

( বিঃ দ্রঃ পঁচটি Letter  ( a, e, i, o, u ) গুলো আমরা যতবারই উচ্চারণ করি না কেন ততবার Letter গুলিই উচ্চারিত হয় অন্য কোন  Letter এর সাহায্যের প্রয়োজন হয় না)

 যেমন:
a=a+a+…..; e+e+….. .

Consonant ( ব্যাঞ্জনবর্ণ ):

ইংরেজী বর্ণমালার যেসব  letters Vowel এর সাহায্য ব্যতীত উচ্চারিত হতে পারে না সেসব letter কে Consonant বলে

( The letters which are not pronounced without the help of vowels are called consonant )

যেমন: M=E+M;  N=E+N; Q=Q+U ইত্যাদি

ইংরেজীতে Consonant ২১ টি যথা: b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z

Note: a, e, i, o, u পাঁচটি Vowel ছাড়া বাকী সব - Letter গুলি Consonant.  “W” “Y” বর্ণ দুটি কখনও  Vowel এর মতো আবার কখনও  Consonant এর মত ইংরেজী শব্দে ব্যবহৃত হয় তাই বর্ণদুটিকে Semi- Vowel বলে

1. W এবংY যখন কোন ইংরেজী শব্দের প্রথমে বসে তখন এগুলো consonant হয় যেমন: water, oyuth, year.

2. W এবং Y যখন কোন ইংরেজী শব্দের মাঝে বা শেষে বসে তখন এগুলো vowel এর কাজ করে

যেমন: eye, fowl, now, day.

মনে রাখবে:

Vowel ( স্বরবর্ণ )
A  E  I  O  U
Consonant
( ব্যঞ্জন বর্ণ )
B  C  D  F  G  H  J  K  L  M  N  P  Q  R  S  T  V  W  X  Y  Z
Semi-Vowel
( অর্ধ-স্বরবর্ণ )
W  Y

Note: 

( i ) Vowel ছাড়া কোন word গঠন করা যায় না
( ii ) Vowel সংখ্যা টি
( iii ) Consonant এর সংখ্যা ২১ টি
( iv )Semi- vowel এর সংখ্যা টি

EXERCISE:

  • Vowel কাকে বলে ? কয়টি কি কি ?
  • Consonant কাকে বলে ? কয়টি কি কি ?
  • Semi Vowel কাকে বলে ? কয়টি কি কি ? উদাহরণসহ বুঝিয়ে দাও!


Post a Comment

0 Comments