PARTS OF SPEECH


LESSON - 8
PARTS OF SPEECH

ইংরেজী ভাষায় কোন Sentence এ ব্যবহৃত প্রতিটি  word ই ভিন্ন ভিন্ন কাজ করে। অতএব sentence - এ ব্যবহৃত প্রত্যেকটি word কে parts of speech বলে। ইংরেজীতে parts of speech আট প্রকার। যথাঃ

1. Noun ( বিশেষ্য )
2. Pronoun ( সর্বনাম )
3. Verb ( ক্রিয়া )
4. Adjective ( বিশেষন )
5. Adverb ( ক্রিয়া বিশেষণ )
6. Preposition (পদন্বয়ী অব্যয় )
7. Conjunction ( সমুচ্চয়ী অব্যয় )
8. Interjection ( আবেগ সূচক অব্যয় )

NOUN

Anik, mina, Rumi, Rajib = মানুষের নাম
Dhaka, Khulna, Barisal = জায়গার নাম
Cow, Horse, Cat, Dog = প্রাণীর নাম
Padma, Meghna, Jamuna = নদীর নাম
Water, Rice, milk, iron = বস্তুর নাম
Beauty, Love, Honesty, Kindness = গুনের নাম
Team, class = সমষ্টির নাম

এরা সবাই Noun কারণ তাদের দ্বারা কোন না কোন কিছুর নাম বুঝায়।

যে Word দ্বারা ব্যাক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ , কোন কিছুর সমষ্টি, অবস্থা বা গুনের নাম বুঝায় তাকে Noun বলে।


Noun প্রধানত দু’ প্রকার। যথা:

1. Concrete Noun ( ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য )
2. Abstract Noun ( গুণবাচক বিশেষ্য )

Concrete Noun ( ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য ): যে Noun - এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে Concrete Noun বলে। যেমন:
Alim, boy, hen, book, flower ইত্যাদি।
Abstract Noun ( গুণবাচক বিশেষ্য ): যে Noun দ্বারা কোন ব্যাক্তির বা বস্তুর গুণ, অবস্থা, বা কার্যে র নামকে প্রকাশ করে তাকে Abstract Noun বলে। Abstract Noun চোখে দেখা যায় না। ইহা অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়।
Honesty, Kindness, freedom, illness, happiness, truth ইত্যাদি।

Note: সাধারণতঃ যে সমস্ত Noun এর শেষে ness, tion, hood, ship, dom, ment, ism, th, ty, ce, ey থাকে তারা  Abstract Noun। যেমনঃ goodness, education, freedom, friendship, patience ইত্যাদি।

1. Noun কাকে বলে?
2. Noun প্রধানত কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও।

[ বিশেষ দ্রষ্টব্য: Noun এর বিস্তারিত আলচনা পরবর্তি পোস্টে  করা হবে ]

Post a Comment

0 Comments