LESSON
– 3
Letter:
ইংরেজী ভাষা
লেখতে
যেসব
সাংকেতিক
চিহ্ন
ব্যবহার
করা
হয়
এদের
প্রত্যেকটিকে
এক
একটি
Letter ( বর্ণ
) বলে। যেমন: A B C D E
A letter is a sign or symbol which is
used for writing a sound
Alphabet:
ইংরেজী
ভাষায় A থেকে
Z পর্য়ন্ত
২৬ টি অক্ষর আছে।
এ Letter গুলিকে একত্রে Alphabet বালে।
Capital and Small Letters
ইংরেজী
Letters
গুলিকে দু’ভাগে লেখা যায়।
যথা: Capital Letters ও Small Letters
Capital
Letters
(
বড় হাতের অক্ষর)
|
A B
C D E
F G H
I J K
L M N
O P Q
R S T
U V W
X Y Z
|
Small
Letter
(
ছোট হাতের অক্ষর )
|
a b
c d e
f g h
I j k
l m n
o p q
r s t
u v w
x y z
|
Capital এবং
Small letters এ
আকারে পার্থক্য থাকলেও উচ্চারণে কোন পার্থক্য নেই।
ইংরেজীতে
কিছু লিখার সময় Small letter - এর ব্যবহার বেশী।
কিছু বিশেষ স্থানে
Capital letters ব্যবহৃত
হয়।
তবে প্রত্যেক Sentence এর
প্রথম Letter সব সময় Capital হয়।
EXERCISE:
- Letter কাকে বলে ?
- ইংরেজী Letter কয় প্রকার ও কি কি ?
- ইংরেজীতে Letter কয়টি?
- Alphabet কাকে বলে ?
- Capital ও Small Letter গুলি লেখ।
1 Comments
Nice
ReplyDelete