THE SUBJECT AND THE PREDICATE
( উদ্দেশ্য )
উপরের প্রথম Sentence - টিতে The boy সম্পর্কে বলা হচ্ছে। দ্বিতীয় Sentence এ The cow সম্পর্কে
কিছু বলা হচ্ছে। উপরের Sentence দু’টি থেকে দেখা যায় প্রতিটিকে উদ্দেশ্য করে কিছু বলা হয়।
সংঙ্গা: কোন Sentence - এ যাকে ( ব্যাক্তি, প্রাণী, বস্তু ) উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে Subject বলে।
আবার উপরের Sentence এ The boy সম্পর্কে যা বল হয়েছে তা হলো “ plays football ” এবং দ্বিতীয় Sentence এ The cow সম্পর্কে যা বলা হয়েছে তা হলো “ is a useful animal ” এভাবে প্রতিটি Sentence এ Subject সম্পর্কে কিছু বলা হয়ে থাকে।
অতএব Sentence সম্পর্কে যা কিছু বলা হয় তাকে Predicate বলে।
উপরের প্রথম Sentence -দু.টি The boy এবং The cow যথাক্রমে Subject এবং plays football ও useful animal-Predicate.
সুতরাং একটি Sentence -এ দু’টি অংশ থাকে। একটি Subject এবং অপরটি Predicate.
নীচের কয়েকটি Sentence এ Subject এবং Predicate অংশের ভাগ করে দেখান হলো।
Subject Predicate
Birds fly
The birds are flying in the sky
The boy is strong
ক্রিয়া ( Verb ) যার দ্বারা সম্পন্ন হয় তা-ই Subject এবং Verb সহ Sentence -এর অবশিষ্ট অংশই Predicate.
নীচের কয়েকটি Sentence -এ Subject Part সাধারণঃ Noun বা Pronoun হয় এবং Predicate Part- এ একটি Verb থাকে। তবে Sentence -এ তাদের সঙ্গে অতিরিক্ত শব্দ যুক্ত হয়ে থাকে।
( i ) Imperative Sentence -এ Subject (you ) উহ্য থাকে। যেমনঃ Do the work.
সাধারণতঃ Sentence -এর শুরুতে Subject বসে। Subject ব্যতীত বাকী অংশ Predicate.
EXERCISE
1. Subject কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
2. Predicate কাকে বলে ? উদাহরণ সহ লিক।
3. নিচের Sentence গুলোতে subject এবং predicate নির্ণয় কর:
(a) The man is rich.
(b) She is sick.
(c) She drinks water.
(d) Dhaka is a big city.
(e) He is very old.
(f) The horse runs fast.
(g) They play football.
(h) Mother makes tea.
(i) Milk is white.
(j) His name is Azad.
(k) He walks slowly.
(l) Mina put The book on the table.
(m) I read a book.
(n) The cow gives us milk.
(o) We eat rice.
(p) The cat likes milk.
4. ডানদিক থেকে উপযুক্ত Subject এনে Sentence পূর্ণ কর
1. _______ is a good girl 1. The book
2. _______is a nice flower 2. Cows
3. _______is on the table 3. Hena
4. _______ rises in the East 4.Dhaka
5. _______eat grass 5. Your shirt
6. _______ is red 6. The rose
7. _______ is tall 7. Fish
8. _______ is the capital of Bangladesh 8. His pen
9. _______ is yellow 9. The sun
10. ______ swims 10. He
2 Comments
Quite interesting post you made. It’s good shared information and the article is pretty helpful. I like the write-up’s structure and flow, as it kept me engaged all this time.There is so much to learn from this piece Compound sentences. You are a great help and I would surely try to follow all the learning.
ReplyDeleteThank you
Delete