LESSON -5 ( PART-2)

SYLLABLE

( শব্দাংশ )

A
B
C
Boy, toy, cat
Father=Fa+ther
Sister=Sis+ter
Pencil=Pen+cil
Beautiful= beau+ti+ful
Capital= ca+pi+tal
Manager=Ma+na+ger

উপরের ছকের A ঘরের প্রতিটি শব্দ একবারে উচ্চারিত হয় B ঘরের প্রত্যেকটি শব্দ দুবারে উচ্চারিত হয় কারণ তাতে রয়েছে দুটি syllable বাশব্দাংশ আবার C ঘরের প্রত্যেকটি শব্দ তিনবারে উচ্চারিত হয় কারণ এতে রয়েছে তিনটি syllableবাশব্দাংশ

Syllable শব্দটির বাংলা অর্থ শব্দাংশ

সংঙ্গা:

কোন word এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে syllable বা শব্দংশ বলে। 

The party of a word which is pronounced at a time is called a syllable.

Note: 
vowel ছাড়া syllable হয়না প্রত্যেক syllable এক বা একাধিক vowel থাকে যেমন: ”Cat” শব্দটি একটি syllable দ্বারা গঠিত এবং তাতে একটিমাত্র vowel (a) আছে

Beautiful ( beau+ti+ful) শব্দটি তিনটি syllable দ্বারা গঠিত এবং প্রথম syllable (beau) টিতে তিনটি vowel আছে এবং পরের syllable দুটির প্রত্যেকটিতে একটি করে vowel আছে। 

Syllable এর শ্রেণী বিভাগ 

Syllable চার প্রকার যথা:-

(i)                Mono-syllable
(ii)             Di-syllable 
(iii)           Tri-syllable
(iv)           Poly-syllable

1. Mono-syllable (এক শব্দাংশ ):

যে word একমাত্র একটি syllable থাকে তাকে Mono-syllable বলে

যেমন: Fan, Sun ইত্যাদি

2. Di-syllable (দুশব্দাংশ ):

যে word দুটি syllable থাকে তাকে Di-syllable বলে
যেমন: Father=Fa -ther, mother= mo- therইত্যাদি

3. Tri-syllable (তিনটি শব্দাংশ):

যে word তিনটি syllable থাকে তাকে Tri-syllable বলে

যেমনBeautiful=Beau+ti+ful, Umbrella=um+bre+lla ইত্যাদি

4. Poly-syllable ( বহুশব্দাংশ):

যে word তিনটি syllable থাকে তাকে poly -syllable বলে

যেমনExamination = Exa-mi-na-tion, International= In-ter-na-tion-nal, Justification =Jus-ti-fi-ca-tion ইত্যাদি

EXERCISE

1.      Syllable কাকে বলে ? উদাহরণ সহ বুঝিয়ে দাও

2.      Syllable কত প্রকার কি কি ? প্রত্যেকটির উদাহরণ দাও

3.      নীচের শব্দগুলোর কোনটিতে কয়টি syllable আছে তা ভাগ করে দেখাও

Pencil. Good, himself, tiger, washerman, servant, daughter, doctor, grandfather, nephew, emperor, come, name, know, medicine, hospital, capital, examination, certificate, conversation, seat, sit, condition, student, play, for woman, her, elephant, Bangladesh.